প্রকাশিত: Sun, Mar 19, 2023 2:28 PM আপডেট: Sat, Dec 6, 2025 12:44 PM
বিমানবন্দরে স্বামীকে রিসিভ করলেন মাহি
আমি কোনো অপরাধ করিনি: রকিব
ইমরুল শাহেদ: রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বামী রকিব সরকারকে ফুল দিয়ে বরণ করেন নায়িকা মাহি। এ ব্যাপারে মাহি গণমাধ্যমকে জানান, রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন রাকিব। সেখান থেকে তারা গাজীপুরের উদ্দেশে রওনা দেন। গণমাধ্যমের প্রশ্নের জবাবে রকিব সরকার বলেন, বিমান বন্দরে নামার পর পুলিশ আমাকে কোনো হয়রানি করেনি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। মামলাগুলো আইনিভাবেই মোকাবেলা করব।
এই আওয়ামী লীগ নেতা বলেন, অবশ্যই সত্যের জয় হবে। আমি কোনো অপরাধ করিনি। আদালত যে রায় দেবে আমি তা মাথা পেতে নেব। উল্লেখ্য, মাহি ও তার স্বামী দুটি মামলায় আসামী। ডিজিটাল সিকিউরিটি আইন এবং হামলা-চাঁদাবাজির ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে। শনিবার সৌদি থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে পাঠানোর পর আদালত জামিন দিলে মাহি মুক্ত হন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব